প্রশ্নফাঁস রোধে সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন

225

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন চলমান রয়েছে। প্রশ্নফাঁসের মতো অপকর্ম করে পার পাওয়া খুব কঠিন হবে। আজ রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বেনজীর আহমেদ বলেন, অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নফাঁসের নামে প্রতারণা করে টাকা নিয়ে যায়। এটা এক ধরনের জঘন্য অপরাধ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তৎপরতা বলবৎ রয়েছে, দু-একদিনের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন। তিনি বলেন, কোচিং সেন্টার বন্ধ রয়েছে। এরপরও শহরের অলিতে গলিতে কোচিং বন্ধ রেখেও কেউ অপকর্ম করে কি না-র‌্যাবের নজরিদারি থাকবে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে যাব এবং ব্যবস্থা নেব।