প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশি ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট যেন সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, সেই কারণে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৫ জানুয়ারির মধ্যে পোস্ট না করলে নির্ধারিত সময়ে ভোট পৌঁছানো ঝুঁকিপূর্ণ হতে পারে। নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আগামী রবিবারের মধ্যে ভোট প্রদান ও ব্যালট ডাকযোগে পাঠানোর জন্য অনুরোধ করেছে। এছাড়া, কমিশন জানিয়েছে, প্রবাসীদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট যদি না পৌঁছায়, তবে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।