পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা রয়েছেন।

রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনকারী ভোটারদের মধ্যে ৫ লাখ ২৩ হাজার ২৩৮ জন পুরুষ এবং ৩৪ হাজার ৬১৯ জন নারী।

প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ১ লাখ ৩৬ হাজার ৩১৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া কাতার থেকে ৫১ হাজার ৫৮২ জন, ওমান থেকে ৩৭ হাজার ৭৫৫ জন, মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৪১৮ জন, যুক্তরাষ্ট্র থেকে ২৩ হাজার ৮০২ জন, কুয়েত থেকে ১৯ হাজার ৬৭৯ জন, যুক্তরাজ্য থেকে ১৮ হাজার ৪৭৯ জন, সিঙ্গাপুর থেকে ১৭ হাজার ৫৯ জন, ইতালি থেকে ১৩ হাজার ৬৯২ জন এবং কানাডা থেকে ১১ হাজার ১১১ জন ভোটার নিবন্ধন করেছেন।

অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে দেশে অবস্থানরত ৮৩ হাজার ৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

জেলা ভিত্তিক নিবন্ধনে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে। জেলাটি থেকে ৫৬ হাজার ৮৮৯ জন ভোটার নিবন্ধন করেছেন। ঢাকা জেলায় ৪৮ হাজার ২৫৪ জন, চট্টগ্রামে ৪৭ হাজার ৩৩৯ জন, নোয়াখালীতে ৩২ হাজার ৭৪৫ জন, সিলেটে ২৩ হাজার ৫৯৫ জন এবং চাঁদপুরে ২২ হাজার ৩০৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচনী আসন অনুযায়ী সর্বাধিক নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে, যেখানে ৮ হাজার ৭৯২ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৭৫ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৭৫৭ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৬৪৩ জন এবং নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ২৯০ জন ভোটার নিবন্ধন করেছেন।

এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, শুক্রবার ও শনিবার মোট ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে ভোটাররা অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের তালিকা দেখতে পারবেন এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপারে ভোট প্রদান করবেন।

এছাড়া, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত দেশগুলোতে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।