প্রদর্শনের অযোগ্য ‘মেকআপ’

97

অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি আগেই নিষিদ্ধ করেছে বাংলাদেশ সেন্সর বোর্ড। এক সুপারস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আজ ২১ জানুয়ারি আপিল বোর্ডের শুনানি হয়।

শুনানি শেষে ‘মেকআপ’ মুক্তির অযোগ্য বলে রায় দিয়েছে আপিল বোর্ড। বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডে আটকে থাকা তিনটি সিনেমার আপিল শুনানি হয়েছে। এর মধ্য ‘শনিবার বিকেল’ ও ‘রংঢং’ মুক্তির অনুমতি পেয়েছে।তবে আটকে দেওয়া হয়েছে ‘মেকআপ’ সিনেমা। আপিল বোর্ড সিনেমাটি প্রদর্শনোর অযোগ্য বলে রায় দিয়েছে।’

দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণেই এই সিনেমাটি প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ‘মেকআপ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। এছাড়া আছেন রোশান ও নবাগত রিয়েলী।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি প্রমুখ।