প্রথম শিরোপার খোঁজে রাতে মুখোমুখি জার্মানি-চিলি।

470

প্রস্তুত কনফেডারেশনস কাপের ফাইনালের মঞ্চ। টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। যেখানে মুখোমুখি হতে যাচ্ছে, বিশ্ব ফুটবলে যাদের একচ্ছত্র আধিপত্য, সেই লাতিন আমেরিকা ও ইউরোপের দুই মহাদেশীয় পরাশক্তি জার্মানি ও চিলি। এবারের আসরে গ্রুপ পর্বেই দেখা হয়েছিলো দু’দলের। যে ম্যাচে ‘ড্র’ করে পয়েন্ট ভাগাভাগি করে দু’দলই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১২টায়। নামে-ধারে-ভারে তাই অতটা জৌলুশময় না হলেও মানের বিচারে কনফেডারেশনস কাপের আসর কিন্তু বিশ্বকাপের চেয়ে কোন অংশেই কম নয়। সেই টুর্নামেন্টেরই দশম আসরের ফাইনালের মঞ্চ হতে প্রস্তুত রাশিয়ার আগামী বিশ্বকাপের জন্য আকর্ষণীয় ভেন্যু হতে যাওয়া সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়াম। যেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সামনে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। টুর্মামেন্টের গ্রুপ পর্বের যারা একবার সেরে নিয়েছে তাদের সাক্ষাতপর্ব। নিজেদের শক্তি প্রমাণ করে করে অমীমাংসিত ড্র নিয়েই সেবার মাঠ ছেড়েছিলো দু’দদুল। পুরোনো হিসেবে শেষ। এবার নতুন করে ইতিহাস লেখার পালা। নামে জার্মানি হলেও একেবারে আনকোরা, তরুণ ও অনভিজ্ঞ দল নিয়েই পুরো টুর্নামেন্টে ছড়ি ঘুরিয়েছে কোচ জোয়াকিম লো’র শিষ্যরা। আসর শুরুর আগে স্কোয়াডের চেহারা দেখে সমালোচকরা হয়তো তাদের গোনাতেই রাখেননি। সেই ডাইম্যানশাফটরাই প্রমাণ করেছে ড্রাক্সেলার, ওয়ার্নার, গোরেতজকা, স্টিনডেলরা আগামীর মুলার, লাম কিংবা শোয়ানেস্টাইগার হতে প্রস্তুত। কনফেডারেশনস কাপের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য ২০০৫ সালে তৃতীয় হওয়া। তবে, তাদের শোকেসে যেখানে রয়েছে ৩টি ইউরো ও ৪টি বিশ্বকাপের শিরোপা। এবারের আসরেও চমক জাগানিয়া পারফরমেন্স প্রথমবারের মতো কনফেডারেশনস কাপের ট্রফি জয়ে খানিকটা এগিয়ে রাখছে তাদেরকেই।