প্রথম ম্যাচেই ম্যানসিটিকে জেতালেন আর্লিং হাল্যান্ড

199

নতুন ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সি পরেই ছাপ রাখলেন আর্লিং হাল্যান্ড। গ্রিন বের ল্যাম্ব্যু ফিল্ডে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারাতে জাল কাঁপান তিনি। এই মৌসুমে দলবদলের বাজার কাঁপিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হাল্যান্ড। নজরকাড়া ফিনিশিংয়ে মাত্র ১২ মিনিটে একমাত্র গোল করেন নরওয়েজিয়ান তারকা। জ্যাক গ্রিলিশের নিচু পাস থেকে সাবেক ক্লাবের বুন্দেসলিগা প্রতিপক্ষকে হারান তিনি। বৈরি আবহাওয়া ও বজ্রপাতের কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। মাঝেও প্রায় এক ঘণ্টা বিরতি ছিল। শেষ পর্যন্ত দুই অর্ধ থেকে পাঁচ মিনিট কমানো হয় ম্যাচের দৈর্ঘ্য। জার্মান চ্যাম্পিয়নদের চেয়ে পুরো ম্যাচে এগিয়ে ছিল সিটি। হাল্যান্ডের আরেকটি গোল বাতিল হয় বিল্ডআপের সময় অফসাইডের কারণে। বিরতির পর হাল্যান্ডের বদলি মাঠে নামেন গ্রীষ্মের আরেক নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড় হুলিয়ান আলভারেজ, ছাপ রাখেন শুরুতেই। সাবেক রিভার প্লেট স্ট্রাইকার বল মারেন গোলপোস্টের পাশ দিয়ে। অন্যদিকে বায়ার্ন সিটির গোলপোস্টে দাঁড়ানো এডারসনকে কোনো রকম পরীক্ষা নিতে পারেননি। বার্সেলোনায় রবার্ট লেভানডোভস্কির চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা যেন স্পষ্ট।