প্রথম টেস্টের স্কোয়াডে শরিফুল ইসলাম

30

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন করে গেলেন মুমিনুল হক। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রাথমিক স্কোয়াডের ২১ জনের থেকে চূড়ান্ত স্কোয়াডে কতজনকে রাখা হবে? মুমিনুল উত্তর দিলেন, ‘সম্ভবত ১৭ জন।’

সংবাদ সম্মেলনের পর ক্যান্ডির পাল্লেকেলেতে মুমিনুলরা যখন অনুশীলনে তখন বিসিবি ঘোষণা করলো ১৫ জনের দল। ২৪ ঘণ্টার কম সময় পর বাংলাদেশ শ্রীলঙ্কা দলের আতিথেয়তা নেবে অথচ টেস্ট অধিনায়কও নিশ্চিত নন কতজনের প্রাথমিক স্কোয়াড !

বুধবার ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এবার প্রথম টেস্ট খেলবে মুমিনুল হকরা। ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে একেবারেই নতুন মুখ শরিফুল ইসলাম।  যুব বিশ্বকাপজয়ী এ পেসারের কিছুদিন আগে নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল।

শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ পেস আক্রমণে জোর দিয়েছে।নবাগত শরিফুল বাদে রয়েছেন আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন। দলে ফিরেছেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসার ২০১৭ সালে শেষ দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছিল। বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই টেস্ট স্কোয়াড থেকে বড় পরিবর্তন আনেনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।সেই জয়ও বাংলাদেশকে আশার আলো দেখাতে পারে।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।