প্রচারণার কাজে ছুটছেন নীলা

402

একটি সিনেমার জন্য দেড় বছর ছোট পর্দার কোনো নাটকে তাকে দেখা যায়নি। বলা হচ্ছে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১৪’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা নীলার কথা। এবারই প্রথম রুপালি পর্দায় দেখা যাবে তার মুখ। ছবির নাম ‘গহীন বালুচর’। বদরুল আনাম সৌদ পরিচালিত এ ছবিটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে নতুন তিনটি মুখ অভিনয় করেছেন। তার মধ্যে অনতম একজন নীলা।
তার বিপরীতে অভিনয় করেছেন আরেক নবাগত অভিনেতা তানভীর। ছবি মুক্তিকে ঘিরে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। প্রচারণার কাজে ছুটছেন বিভিন্ন জায়গায়। দুদিন আগে ফেসবুক লাইভেও ছিলেন তিনি। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে নীলা বলেন, সবশেষ কোনো নাটকে কাজ করেছি সেটাও ভুলে গেছি। বলতে গেলে এক কথায় দেড় বছর কোনো নাটকে কাজ করিনি। আমি এই ছবির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে বছর শেষে ছবিটি মুক্তি পেল। ছবিতে আমার চরিত্রের নাম নিশি। গ্রামের মেয়ের একটি চরিত্র। এতে আমার বিপরীতে নবাগত তানভীর অভিনয় করেছেন। চরকেন্দ্রিক একটি প্রেমের গল্প দেখা যাবে ছবিতে। নীলাকে দর্শক কেন মনে রাখবেন এ ছবিতে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিশি এমন একটি চরিত্র যাকে দেখে দর্শক মনে মনে ভাববেন এই মেয়েটা খুব পরিচিত। দর্শকের মনে অজান্তেই জায়গা করে নেবে নিশি। আর আমার বিশ্বাস, চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন। ছবির লোকেশন চর হলেও সুন্দর একটি প্রেমের কাহিনি আছে এতে। দারুণ একটি অভিজ্ঞতা। প্রায় দু’মাস ঢাকার বাইরে এ ছবির কাজ হয়েছে। এরইমধ্যে ইউটিউবে গান এবং ট্রেইলারে দর্শক এ নতুন তিনজনের পারফরম্যান্সের স্বল্প উপস্থিতি দেখে প্রশংসাও করেছেন। এটি বছরের শেষ চলচ্চিত্র হিসেবে অনেকটা চ্যালেঞ্জ নিয়েই মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে নীলা আরো বলেন, ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া, সুবর্ণা ম্যাডামের সঙ্গে কাজ করতে পারা, সৌদ ভাইয়ের নির্দেশনায় নিজেকে অভিনয়ে পারদর্শী করে তোলার চেষ্টা সবই যেন আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। নিশির কান্না-হাসিতে দর্শকের মন ছুঁয়ে যাবে। আমি এই ছবির ইউনিটে একটি পরিবারের মধ্যেই সময় কাটিয়েছি। দর্শক যেন সিনেমা হলে গিয়ে ‘গহীন বালুচর’ দেখেন এটাই চাই। এ ছবিতে আমি বা তানভীর শুধু না, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, বন্যা মির্জা, রুনা খান ও মুনসহ টিমের প্রত্যেকে বেশ ভালো কাজ করেছেন। ‘গহীন বালুচর’ এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন বদরুল আনাম সৌদ। ছবিটি নিয়ে অনেক প্রচারণা দেখা গেছে। বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ‘গহীন বালুচর’ নিয়ে দেওয়া ভিডিও বার্তায় বলেছেন, অল দ্য বেস্ট টু ‘গহীন বালুচর’ মুভি। যারা এই মুভিতে কাজ করেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা। ভিডিও বার্তায় আরো শুভকামনা জানান পূর্ণিমা, তৌকীর আহমেদ, উত্তম গুহ, বন্যা মির্জা, শর্মী মালা, সংগীতশিল্পী সাব্বির, ঐশী প্রমুখ। তবে নতুন ছবি সিনেমা হলে মুক্তি পেলে অনেকের মনে ভয় কাজ করে। কারণ নতুন একজন শিল্পী হিসেবে দর্শকের মন জয় করা অনেক কঠিন একটা কাজ। এ বিষয়ে জানতে চাইলে নীলা বলেন, আমার ভয় কাজ করছে না। তবে শান্ত ভালোলাগার একটা ভিন্ন ফিলিংস কাজ করছে। এটা কাউকে বলে বোঝানো যাবে না। দর্শক যদি ছবিটি পছন্দ না করে সেই ক্ষেত্রে কি আবারো ছোট পর্দার কাজে ফিরবেন নীলা? জবাবে তিনি বলেন, আমি একমাস দেখতে চাই। ছোট পর্দায় কাজে ফেরা নিয়ে এখনো কোনো কিছু মনস্থির করতে পারিনি। ছবি তো সবে মুক্তি পেল। যদি এর ভালো ফলাফল হয় আর ভালো ছবির প্রস্তাব আসে অবশ্যই বড় পর্দায় আরও কাজ করতে চাই।