পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫

শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলবাহী একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোর মধ্যে পোল ঢুকে অটোচালক শরিফুল আলম নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে।
একই ঘটনায় অটোর আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ১ জন ৮ বছরের শিশু রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত সাড়ে ৯টার দিকে ভারি বৃষ্টিপাতের সময় মহদিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ সময় শিবগঞ্জ সদরগামী অটোরিক্সাটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ইলেকট্রিক পোল অটোরের সামনে দিয়ে ভিতরে ঢুকে যায়।
স্থানীয়রা দ্রুত অটোরিক্সাটিকে উদ্ধার করে আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পথেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন সরকার জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।