Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

পোপের সঙ্গে দেখা করলেন ট্রাম্প

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তার প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে দেখা করেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পোপের সঙ্গে ট্রাম্পের আলোচনায় অভিবাসন সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যু উঠে আসে। ভ্যাটিকান সফর শেষে সিসিলিতে যাবেন ট্রাম্প। সেখানে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গেও দেখা করবেন তিনি। ভ্যাটিকানে আসার আগে ইসরায়েল ও ফিলিস্তিন সফর করেন ট্রাম্প। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। সৌদি আরব সফরের মধ্য দিয়ে বিদেশ সফর শুরু করেন ট্রাম্প। সে সময় মুসলিম দেশগুলোকে সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এবার ভ্যাটিকান সফরের মাধ্যমে ইসলাম, খ্রিষ্টান ও ইহুদীদের পবিত্রস্থানগুলো সফরের পরিকল্পনা পূর্ণ করলেন ট্রাম্প।

Exit mobile version