পেঁয়াজ ১৩০ টাকা কেজি কমেনি দেশী মুরগির

44

চাঁপাইনবাবগঞ্জের বাজারে শুক্রবার গ্রীষ্মকালীন দেশী পেঁয়াজ মান ভেদে ১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে দেশী মুরগির দাম গত সপ্তাহের মতোই ৪৮০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে।
মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, লাল লিয়ার ২৭০-২৮০ টাকা, সাদা লিয়ার ২৫০-২৬০ টাকা, প্যারেন্স ৩৩০-৩৪০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি দেশী মুরগি বিক্রি হচ্ছে ৪৮০ টাকা। সোনালি প্রতি কেজি ২৬০-২৭০ টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা প্রতি কে দরে বিক্রি হচ্ছে।
মুদিপট্টির দোকানদার আব্দুর রহমান জানান, তীর, বসুন্ধরা, ফ্রেশসহ প্যাকেটজাত গমের আটার দাম গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে ৫৬ টাকা থেকে ৫৮ টাকা, খোলা আটা ৪৪ টাকা। প্লাস্টিকের প্যাকটজাত ১ লিটার সয়াবিন বিক্রি হচ্ছে ১৭৩ টাকা। যা কয়েকদিন আগে বিক্রি হচ্ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। এছাড়া চালের মধ্যে সাদা স্বর্ণা ৪৫ টাকা, লাল স্বর্ণা ৫০ টাকা, ২৮ চাল ৫৮-৬২ টাকা, জিরাসাইল ৬৫ টাকা, আলু ৩০-৩৫ টাকা, পেঁয়াজ ১২০ টাকা থেকে ১৩০ টাকা, চিনি ১৪০ টাকা, মসুর ডাল, ১৩০ টাকা, ছোলার ডাল ১১০ টাকা, খেসাড়িরর ডাল ১০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
আনোয়ার অটো রাইস মিলের শোরুমে জিরাসাইল চাল প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে ৬৬টাকা, নাজির সাইল ৮০ টাকা, ২৮ চাল ৫৯ টাকা, সাদা স্বর্ণা ৫০ টাকা, বাঁশমতি ৮২ টাকা ও আতপ বা চিনিগুড়া ১৩০ টাকা।
অন্যদিকে কাতল মাছ ওজন ভেদে ২৭০ টাকা থেকে ৪০০ টাকা, রুই ওজনভেদে ২৪০ টাকা থেকে ৪০০টাকা, পাবতা ৪০০টাকা, চিংড়ি ৭৫০ টাকা, সইল ৭০০ টাকা।
এদিকে নিউ মার্কেট কাঁচাবাজারে দেখা যায়, সবজির মধ্যে বেগুনের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ঘিওন বেগুন ৭০ টাকা, চায়না বেগুন ৩৫-৪০ টাকা, সিম ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, মিষ্ট কুমড়া ৫৫-৬০ টাকা, মুলা ৩০ টাকা, করলা ১০০ টাকা, পেঁপে ৪৫-৫০ টাকা, টমেটো ৫০-৮০ টাকা, কলা ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০টা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস দেড়কেজি ওজনের পাতাকপি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা দামে।