পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে ১ম শ্রেণীর ছাত্র হাসান (৮), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) ও একই গ্রামের আপেল মাহমুদের ছেলে আব্দুল্লা (৩০)। এই দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি হাসানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর ট্রলিচালক ঘটনাস্থলে ট্রলি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। ট্রলিটি আটক করে রাখা হয়েছে।
অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আজ দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এ সময় ধানবোঝাই একটি ভুটভুটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রাম থেকে প্রতিবেশী আব্দুল্লাহকে নিয়ে আশিক মোটরসাইকেলযোগে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পথে রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে গুরুতন আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ঘটনাস্থলে উপস্থিত হন। ওসি জানান, পুলিশ দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদের পরিবারের লোকজন এসেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
এ ব্যাপারে তিন থানায় পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।