পূজামণ্ডপ পরিদর্শন আনসার ব্যাটালিয়নের উপঅধিনায়কের
আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী রাজশাহী ১৯ ব্যাটালিয়নের উপঅধিনায়ক বিকাশ চন্দ্র চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার দুপুর থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাইশপুতুল সর্বজনীন দুর্গা মন্দির, শিবতলা শিবকালি মন্দির, স্কুল-কলেজ রোডস্থ চাঁপাইনবাবগঞ্জ সর্বজনীন দুর্গা মন্দির, হুজরাপুর গুড়িপাড়া দুর্গা মন্দির এবং শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর, পুকুরিয়া, জোহরপুর সর্বজনীন দুর্গা মন্দির ও ধোবড়া যুব সংঘ সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। বিকাশ চন্দ্র বলেন, এবার দুই দিন আগে থেকেই সার্বিক নিরাপত্তায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। সনাতন সম্প্রদায়ের বড় ধমীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আনসার বাহিনী ৬ দিন নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করবে। যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে পূজামণ্ডপ দর্শন করার পাশাপাশি নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তিনি পূজামণ্ডপে নিয়োজিত আনসার ও ব্যাটালিয়ন সদস্যদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আইনশৃঙ্খলা রক্ষায় সঠিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি উপস্থিত সদস্যদের সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট হুমায়ূন কবীর, সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজা।