পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থানে আটক ৫ জন

326

সদর উপজেলার রামচন্দ্রপুর হাটে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা বিভাগের এসআই জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর নির্দেশে রামচন্দ্রপুর হাটে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে গোয়েন্দা অফিসে নিয়ে আসা হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এসআই জাহিদ। এদিকে, নাচোলে ইয়াবা ও গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। নাচোল থানার এএসআই হাফিজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বান্দ্রা গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে একই গ্রামের মুনিরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মোশারফ হোসেনের ছেলে শাহিন আলমকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপরদিকে এসআই আখের আলী জানান, কসবা ইউনিয়নের কালইর গ্রামের মৃত শামসুল হকের ছেলে রফিকুল ইসলামকে ১শ’ গ্রাম গাঁজাসহ একই গ্রামের গিয়াসউদ্দিনের বাড়ির সামনে থেকে আটক করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, আটককৃত শাহিন আলম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, শিবগঞ্জে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ ১ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মুকুল হোসেনের ছেলে রনি। জেলা ডিবি পুলিশের এসআই গোলাম রসুল জানান, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রনির বাড়িতে তল্লাশী চালালে ঘরের মধ্যে মাটিতে অভিনব কায়দায় পুঁতে রাখা ৩০ বোতল ফেন্সিডিলসহ রনিকে হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে মাদক আইনে রনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।