পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে : আইজিপি

275

পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।জঙ্গিবাদ ও মাদক সমাজের জন্য ভয়ংকর অভিশাপ উল্লেখ করে তিনি বলেন, সমাজ তথা দেশকে জঙ্গিবাদ ও মাদক থেকে রক্ষা করতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। আইজিপি শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ‘৩৫তম বহিরাগত ক্যাডেট এসআই ২০১৬ ব্যাচের’ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।তিনি বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অজর্নকারীদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করেন।অনুষ্ঠানে একাডেমীর প্রিন্সিপ্যাল মোহাম্মদ নাজিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্র্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি পুলিশের জনবল বৃদ্ধিসহ বাংলাদেশ পুলিশকে একটি বিশ^মানের বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, পুলিশের তদন্তের ওপর ভিত্তি করে অপরাধীর শাস্তি নিশ্চিত হবে এবং ভিকটিম তার প্রতিকার পাবে। পুলিশ সদস্যদেরকে দক্ষতা ও নিরপেক্ষতার সাথে অপরাধ তদন্ত করতে হবে। তিনি সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের প্রতি আহ্বান জানান।কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে ৩৫ জন নারীসহ ১ হাজার ৩২১ জন বহিরাগত ক্যাডেট এসআই তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণে বেস্ট একাডেমিক শেখ মোঃ রাশিদুল হাসান, প্যারেডে তানজির আহমেদ, পিটি ও বাধা অতিক্রমে সুখবিন্দু রায়, মাসকেট্রিতে মাসুদুর রহমান, রাইডিংয়ে মোহাম্মদ আলী শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বেস্ট ক্যাডেট নির্বাচিত হয়েছেন শেখ মোঃ রাশিদুল হাসান ।