Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

পুরনো রিলস ফেসবুকে খুঁজে পেতে

ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় খুব সময়ের মাঝেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকের রিলস। ফেসবুকে কখন ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে যায় বোঝা দায়। এর পেছনে ফেসবুকের যে ফিচারটির সবচেয়ে বেশি অবদান রয়েছে সেটি হচ্ছে ‘রিলস’।যেভাবে ফেসবুক মেমোরিজ বন্ধ রাখবেন যেভাবে ফেসবুক মেমোরিজ বন্ধ রাখবেন তবে সব ভিডিও তো আর সব সময় সবার পছন্দ হয় না। কিন্তু দীর্ঘদিন পর পছন্দের রিলস ভিডিওগুলো খুঁজে পেতে তৈরি হয় বিপত্তি। তবে চিন্তার কিছু নেই, ব্যবহারকারীদের লাইক দেওয়া সব রিলস ভিডিওর তথ্য সংরক্ষণ করে রাখে ফেসবুক। তাই অনেক দিন পেরিয়ে গেলেও পছন্দের রিলস ভিডিওগুলোর তালিকা জানা যায়।

যেভাবে তালিকা খুঁজে পাবেন : পছন্দের রিলস ভিডিওগুলোর তালিকা দেখার জন্য শুরুতেই ফেসবুক অ্যাপে প্রবেশ করে ভিডিও আইকনে চেপে করে ‘রিলস’ অপশন নির্বাচন করুন। এরপর যেকোনো একটি রিলস ভিডিও চালিয়ে এ র ওপরের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন। সারাদেশে ইন্টারনেটে ধীরগতি, দীর্ঘ হতে পারে ভোগান্তি সারাদেশে ইন্টারনেটে ধীরগতি, দীর্ঘ হতে পারে ভোগান্তি এবারে পরের পৃষ্ঠায় ‘লাইকড’ বাটনে ক্লিক করলেই লাইক করা রিলস ভিডিওগুলোর তালিকা দেখা যাবে। এবারে সংরক্ষণ করা ভিডিওগুলোর তালিকা দেখার জন্য ‘সেভড’ বাটনে ক্লিক করুন।

Exit mobile version