পুতিন ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে উচ্ছ্বসিত

219

চলতি মাসের ১৬ তারিখে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন। আসন্ন বৈঠক নিয়ে বেজায় খুশি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এমনটি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
কয়েকদিন আগে দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বৈঠকের সময় ও তারিখ নির্ধারণের ঘোষণা দেয় হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কোথাও এ বৈঠক অনুষ্ঠিত হবে না। ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এ বৈঠক।
গতকাল কনফারেন্স কলে পেসকভ সাংবাদিকদের জানান, পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে অনেক উচ্ছ্বসিত। এ বৈঠক নিয়ে অনেক আশাবাদী তিনি। তিনি আরও বলেন, পুতিন চলতি সপ্তাহে রাশিয়ায় আসা যুক্তরাষ্ট্রের আইনপ্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না এখন পর্যন্ত কিছু ঠিক করেননি।