পুঠিয়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তি নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আব্দুর রহিমের ছেলে রাকিব হোসেন।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল পুঠিয়া উপজেলার মোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক মাদক ব্যবসায়ী মোটরসাইকেলসহ পালিয়ে গেলেও রাকিব হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব-৫ এর রাজশাহী ক্যাম্প।