Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

পীস প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন সুইজারল্যান্ডের ৫ সদস্যের প্রতিনিধি দল


জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পীস প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের ৫ সদস্যের প্রতিনিধি দল। আজ দুপুরে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াসের নকিব হোসেন মিলনায়তনে প্রকল্পের কার্যক্রম ও  রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন তারা। এসময় সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)র হেড অফ সাউথ কো-অপারেশন ডিপার্টমেন্টের এ্যাম্বাসেডর থমাস গেস, ডেপুটি হেড অফ সাউথ কো-অপারেশন নাথাইলি সেমরোজ, সুইজারল্যান্ডের কো-অপারেশন বিভাগের পরিচালক ডেরেক জর্জ, এ্যাম্বাসীর সিনিয়র এ্যাডভাইজার কাউন্সিলর সুজান্নে মুলার, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন লুবনা, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, পীস প্রকল্পের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আন্তঃপ্রজন্ম সংলাপে অংশগ্রহণ করেন প্রতিনিধি দলটি। সন্ধ্যায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

Exit mobile version