পিএসজি-লিভারপুল ম্যাচে বিশ্বসেরা দুই আক্রমণভাগের লড়াই

235

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লিভারপুল-পিএসজি ম্যাচে ক্লাব পর্যায়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী দুটি আক্রমণভাগ মুখোমুখি হবে বলে মনে করছেন ফরাসি ক্লাবটির অধিনায়ক চিয়াগো সিলভা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় লিভারপুলের মাঠে খেলতে নামবে পিএসজি।
ইয়ুর্গেন ক্লপের দলের আক্রমণভাগ মোহামেদ সালাহ, সাদিও মানে ও রবের্তো ফিরমিনোকে নিয়ে গড়া। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে চোখে আঘাত পাওয়া ফিরমিনোর মাঠে নামা নিয়ে অবশ্য কিছুটা শঙ্কা আছে। অন্যদিকে পিএসজির আক্রমণভাগে আছেন নেইমার, কিলিয়ান এমবাপে ও উরুগুয়ের এদিনসন কাভানি।
দারুণ দুই আক্রমণভাগের লড়াইয়ে সত্যিকারের ফুটবলের প্রদর্শনী হবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান সিলভা।
“আমাদের প্রস্তুত হতে হবে, ভালো শুরু করতে হবে। আশা করি, একটা ভালো ফল নিয়ে আমরা বাড়ি ফিরতে পারব।”
“এটা পুরোটাই আমাদের উপরে। আমাদের নিজেদের নিয়ে মনোযোগী হতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে; কারণ আমি জানি যে সমর্থকরা দারুণ একটা খেলা দেখার জন্য যাবে। এটা ফুটবলের দারুণ একটা প্রদর্শনী হবে।”
“সম্ভবত আপনারা ক্লাব পর্যায়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী দুটি আক্রমণভাগকে দেখছেন। দুই দলেই তিনজন করে ফরোয়ার্ড রয়েছে, যারা বিনোদন দিতে পারে এবং পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারে।”