পিএসজি কোচ বিশ্বসেরা হতে এমবাপের উন্নতির প্রয়োজন দেখছেন

225

কিলিয়ান এমবাপে একদিন বিশ্বের সেরা খেলোয়াড় হবেন বলে বিশ্বাস করেন পিএসজির কোচ টমাস টুখেল। তবে সেজন্য তরুণ ফরাসি ফরোয়ার্ডের উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।
চলতি মৌসুমে পিএসজির হয়ে এ পর্যন্ত ১১ ম্যাচে ১৩ গোল করেছেন এমবাপে। তবে ১৯ বছর বয়সী এই খেলোয়াড় ফুটবলে এখনও পরিণত নন বলে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে মন্তব্য করেন বার্সেলোনার সাবেক ফুটবলার চাভি এরনান্দেস।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত দুইটায় নাপোলির মুখোমুখি হবে পিএসজি। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে চাভির সঙ্গে একমত পোষণ করেন টুখেল। তবে এমবাপের বয়স কম হওয়ায় এটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি।
“স্বাভাবিকভাবে সে আরও ভালো হয়ে উঠবে। তার বয়স ১৯ বছর। সে অসাধারণ। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। আর সে সবার সেরা হবে।”
“চাভি ঠিকই বলেছে। তার সব কিছুতেই উন্নতি করা প্রয়োজন। আর যখন আপনার বয়স মোটে ১৯, তখন এটা পুরোপুরি স্বাভাবিক।”