পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

277

আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। তারই জের ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল তিনি এ অভিযোগ করেন। প্রসঙ্গত, ১৯৮৭ সালে মধ্যম পাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে ইউরোপে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনে মস্কো ও ওয়াশিংটনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে।