পাম স্প্রিংস উৎসবে হাজির হতে পারলেন না লিওনার্দো ডিক্যাপ্রিও

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতিতে যেমন উত্তেজনা তৈরি হয়েছে, তেমনি এর প্রভাব পড়েছে বৈশ্বিক বিমান চলাচলেও। সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলে তার আঁচ গিয়ে লাগে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ওপর। আকাশসীমা সীমিত হয়ে পড়ায় ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন ডিক্যাপ্রিও। ফলে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে সশরীরে উপস্থিত থাকতে পারেননি তিনি।উৎসবে তার অভিনীত নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’এর জন্য তাকে ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করার কথা ছিল। তবে ভ্রমণ জটিলতার কারণে সেই সম্মাননা গ্রহণ করা সম্ভব হয়নি। বিনোদনবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, সংঘাতের পর আরোপিত এলাকাভিত্তিক বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞার কারণেই সেন্ট বার্থেলেমি ত্যাগ করতে পারেননি ডিক্যাপ্রিও। নতুন বছরের আগে সেখানে তাকে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। সেই দলে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার সঙ্গী লরেন স্যানচেজও।
পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন,
“অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো আজ আমাদের সঙ্গে সশরীরে থাকতে পারছেন না। তবুও তার অসাধারণ কাজ এবং চলচ্চিত্র জগতে দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।উল্লেখ্য, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটিতে ডিক্যাপ্রিও একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন। গল্প অনুযায়ী, নিজের কন্যাকে উদ্ধারের জন্য তাকে আবারও ফিরতে হয় সেই বিপজ্জনক ও সহিংস অতীত জীবনে। সিনেমাটি মুক্তির আগেই ডিক্যাপ্রিওর অভিনয় ঘিরে সমালোচকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।সব মিলিয়ে, আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার জেরে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা যে বিনোদন জগতেও অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে, ডিক্যাপ্রিওর এই ঘটনা তারই সাম্প্রতিক উদাহরণ।