পাভেলের মৃত্যুতে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে মরহুম আজিজুর রহমান খাঁন পাভেলের মৃত্যুতে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মরহুমের বন্ধু ও শুভানুধ্যায়ীরা এই স্মরণসভার আয়োজন করে।
সেন্টু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় মরহুম পাভেলের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পাঠানপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, ব্যবসায়ী রাইহানুল ইসলাম ল্নুা, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলসহ মরহুমের বন্ধুরা। সভা সঞ্চালনা করেন আসাদুজ্জামান পলাশ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, পৌরসভার সাবেক মেয়র মাওলানা মো.আব্দুল মতিন।
প্রসঙ্গত, রাজশাহী সিটি হাট এলাকায় সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান খাঁন পাভেলসহ দুজন নিহত হন।