পাপুয়া নিউ গিনিতে ৭দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

81

পাপুয়া নিউ গিনিতে স্থানীয় সময় আজ ভোরে আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ২। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পটি ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটিত হয়। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা নেই।