01713248557

পানিতে ডুবেছে ঢাকার অলিগলি, ভোগান্তিতে মানুষ

 

অল্প বৃষ্টিতেই ডুবেছে রাজধানী ঢাকার অলিগলি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কাজে বাইরে বের হওয়া মানুষরা। আজকে যে বৃষ্টি ঝরবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সকাল পেরিয়ে বেলা গড়াতেই ঢাকা ভিজলো সেই বৃষ্টিতেই। আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, কিছুক্ষণের বৃষ্টিতে রাজধানীর মতিঝিল, আরামবাগ, কাকরাইল, শান্তিনগর, শাজাহানপুর, ফার্মগেট, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মালিবাগ, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিল, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা রাইদা পরিবহনের চালক নাজমুল কালাম বলেন, বৃষ্টি ছাড়ার পরপরই বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি আমরা চালকরাও ঢাকার জলাবদ্ধতার কারণে বিপদে আছি। জলাবদ্ধ সড়কে গাড়ি চালানো যাচ্ছে না।