পাগলা নদী পূণ:খনন প্রকল্প পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

284

সারাদেশে ৬৪ জেলার ছোট নদী, খাল ও জলাশয় পূণ:খনন প্রকল্পের আওতায় (প্রথম পর্যায়ে) চাঁপাইনবাবগঞ্জে পদ্মার শাখা নদী পাগলা নদী পূণঃখনন কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রোকন-উদ-দৌলা। আজ দুপুরে তিনি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন ও সকালে কানসাট ইউনিয়ন এলাকায় খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী মাহবুব আলম সহ সংশ্লিষ্টরা। পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব জানান, শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া নদী, খালগুলোতে পানি ধরে রাখার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে প্রকল্পের চলমান কাজ শেষ হলে সারাদেশের জলাশয়গুলোর অবস্থা বদলে যাবে। বর্ষা মৌসুমের ধরে রাখা পানি থেকে কৃষকরা শুষ্ক মৌসুমেও জমিতে ওই পানি ব্যবহার করে ফসল ফলাতে পারবেন। প্রকৃতিতে ভারসাম্যও ফিরে আসবে। উল্লেখ্য, গত জুন মাসে শুরু হওয়া ৬৬ কোট টাকা ব্যয়ে ৪১ কিলোমিটার দৈর্ঘ্যের শিবগঞ্জ ও সদর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পাগলা নদী খনন কাজ পুরোদমে এগিয়ে চলেছে।