Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ কার্যক্রম পরিদর্শনের সময় ৬ ঊর্দ্ধতন কর্মকর্তাসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী একথা জানায়। পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, নিখোঁজ হেলিকপ্টারটিতে কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টি ও কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী ছিলেন। তাদের সঙ্গে দুইজন মেজরও সফর করছিলেন। সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ বালুচিস্তানের লাসবেলা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।  সেই কার্যক্রম পরিদর্শনে যান সেনা কর্মকর্তারা।  এক পর্যায়ে হেলিকপ্টরটির সঙ্গে এয়ার কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  হেলিকপ্টারটিতে সেনাবাহিনীর সাউদার্ন ১২ কর্পসের জেনারেল ছিলেন বলেও জানানো হয় বিবৃতিতে।  তবে হেলিকপ্টারটি কতোক্ষণ ধরে নিখোঁজ রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Exit mobile version