পাকিস্তানে শ্রমিক বহনকারী ট্রাকে বিস্ফোরণে নিহত ১০
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়লা খনি শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে বোমা হামলায় অন্তত ১০ জন ও অনেকে আহত হন। আজ বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় যাওয়ার সময় ট্রাকটিতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত হানে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যপীড়িত বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কয়েক দশক ধরে চলা বিদ্রোহের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী লড়াই করে যাচ্ছে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হারনাই জেলায় এক হামলায় খনির ১০ শ্রমিক নিহত হয়েছেন। গাড়িটি কয়লা খনির শ্রমিকদের বহন করছিল। হতাহতদের বেশিরভাগই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকা ও অন্যান্য এলাকার বাসিন্দা।