পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

তিক্ততার স্বাদ নয়, এবার হাসিমুখেই মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ৬ বল হাতে রেখে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে মেয়েরা। কক্সবাজারের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সমতায় ফিরেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের দ্বিতীয়টিতে ৮১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। তাড়া করতে নেমে দলীয় ৪ রানের মাথায় বিদায় নেন অধিনায়ক অরিত্রী মণ্ডল (২)। একে একে আরো তিন সতীর্থকে ড্রেসিংরুমের পথ ধরতে দেখলেন ওপেনার সুমাইয়া আক্তার। তাতে শঙ্কা জেগেছিল প্রথম ম্যাচের মতোই ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয় দেখবে কিনা বাংলাদেশ। তবে সেই শঙ্কা দূর করেন সুমাইয়া। দলীয় ৩৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান তিনি। পঞ্চম উইকেটে ফারজানা ইয়াসমিনকে সঙ্গী করে ২৭ রানের জুটি গড়ে ম্যাচ বের করে আনেন তিনি। জয় নিয়ে অবশ্য মাঠ ছাড়তে পারেননি সুমাইয়া-ইয়াসমিন। দুজনই দলীয় ৬৩ রানে বিদায় নেন। ইয়াসমিনের ১০ রানের বিপরীতে সর্বোচ্চ ৩২ রান করেন সুমাইয়া। পরে আরো এক উইকেট হারায় বাংলাদেশ। তবে ১৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন সাদিয়া আক্তার। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আলিশা মুক্তিয়ার ও মেমোনা খালিদ। এর আগে হাবিব ইসলাম পিংকির পেস তোপে ৮০ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। অধিনায়ক ইমান নাসেরকে আউট করে শুরুটা অতসী মজুমদার করলেও পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন পিংকি। ১৭ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পান এই পেসার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উইকেটরক্ষক কমল খান। তৃতীয় ম্যাচ ৭ ডিসেম্বর, কক্সবাজারেই।