পাঁচটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে শাহনূর

857

চলচ্চিত্রে বেশ সরব নায়িকা শাহনূর। তার অভিনীত পাঁচটি ছবি এখন মুক্তির অপেক্ষায়। পাঁচটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এগুলো হচ্ছে জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’, সোলায়মান খান লেবুর ‘প্রেম প্রীতি ভালোবাসা’, ‘ফারুক হোসেনের ‘কাকতাড়ুয়া’, জামশেদুর রহমানের ‘কে আমার শত্রু’ এবং জুয়েলের ‘হবারতো হবেই প্রেম’। এদিকে গত ৬ই জুন লন্ডনে গিয়েছিলেন শাহনূর। সেখানে তিনি কয়েকটি সংগঠনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং চ্যানেল আই, এনটিভির ঈদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ছাড়া সেখানকার স্থানীয় একটি পণ্যের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। লন্ডনের সব কাজ শেষ করে আজ দেশে ফেরার কথা শাহনূরের। মুঠোফোনে তিনি বলেন, এবারের লন্ডন সফরে বেশ ভালো সময় কাটিয়েছি। এখানে বেশ কয়েকটি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণসহ চ্যানেল আই, এনটিভির ঈদ বিশেষ অনুষ্ঠানেও অংশ নিয়েছি। সবমিলিয়ে খুব চমৎকার সময় কেটেছে এখানে। তবে এবার দেশে ফিরে কোরবানির ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে কাজ করার ইচ্ছে আছে। এরইমধ্যে কয়েকজন নির্মাতার সঙ্গে যোগাযোগ হয়েছে। আশা করি দেশে ফিরেই সেসব কাজে অংশ নিতে পারবো। সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে দেশে ফিরতে পারি। কোরবানির ঈদের কাজে অংশ নেয়া ছাড়া দেশে ফিরেই মোহন খানের নির্দেশনায় এটিএন বাংলার প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাংচিল’-এর শুটিংয়ে অংশ নেবেন বলেও জানিয়েছেন শাহনূর।