Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

পহেলা বৈশাখ নির্মাতাদের টার্গেট

যুগ যুগ ধরে পহেলা বৈশাখ বা নববর্ষ বাঙালির সর্বজনীন সংস্কৃতির বাহন বলে বিবেচিত হয়ে আসছে। পয়লা বৈশাখ আসতে এখনো কিছুটা সময় দেরি। তবে এরইমধ্যে বাঙালির সবচেয়ে বড় এ উৎসব উপলক্ষে সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি নির্মাতারা তাদের নতুন ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। আর এ ছবিগুলোর মাধ্যমে চলচ্চিত্রের বাজারটা কিছুটা হলেও চাঙা করতে চান ছবির প্রযোজকরা। এবারের বৈশাখে ভিন্ন স্বাদের ছবি দর্শকরা দেখতে পাবেন।
এরইমধ্যে কয়েকটি ছবি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রেহান। ২০০৯ সালে এই পরিচালকের সর্বশেষ ছবি ‘মনপুরা’ জয় করেছিল অনেকের মন। শহুরে বাংলা সিনেমাবিমুখ তরুণদেরও আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছিল ছবিটি। এ ছবির জনপ্রিয়তা পাওয়ার পরও এই নির্মাতা লম্বা সময় নেন। নতুন ছবি ‘স্বপ্নজাল’ নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করে গিয়াসউদ্দিন সেলিম বলেন, কয়েক বছর পর নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছি। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমরা ৬ই এপ্রিল ছবিটি মুক্তি দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। বর্তমানে ঢাকার বাইরে আছি আমি। এসে ছবির প্রচারণাসহ মুক্তি উপলক্ষে অন্য কাজগুলো করব। আশা করি, ছবিটি দর্শকদের পছন্দ হবে। এরপরের সপ্তাহে অর্থাৎ ১৩ই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’। দীর্ঘ বিরতির পর বাংলা চলচ্চিত্রের শক্তিমান এই অভিনেতা আবার নতুন ছবি নির্মাণ করেছেন। ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এর আগে পাঁচটি ছবি নির্মাণ করেছেন ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’ নামে। পরিচালক আলমগীর জানালেন, বাংলা নববর্ষ উপলক্ষে ১৩ই এপ্রিল তার নতুন ছবিটি মুক্তি দেওয়া হবে। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। ছবিতে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, আলমগীর স্যার এ দেশের একজন কিংবদন্তি অভিনেতা। এমন একজন ব্যক্তিত্বের নির্দেশনায় কাজ করার জন্য সৌভাগ্য থাকতে হয়। আমি ছবিটি নিয়ে খুবই আশাবাদী। আর ছবির গল্পে অনেক চমক রয়েছে। সহশিল্পী হিসেবে ঋতুপর্ণার সঙ্গে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। ছবিতে সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, আলমগীর, চম্পা, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে অভিনয় করেছেন। এর বাইরে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ও রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন টু’ ছবিটি এবারের বৈশাখে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, ছবির শুটিংসহ সম্পাদনার সকল কাজ শেষ। দু’দিন পরই ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি। এতে সাইমন-মাহি জুটি বেঁধে অভিনয় করেছিলেন। মুক্তির পর ছবিটি বেশ জনপ্রিয়তা পায়। দীর্ঘ বিরতির পর নির্মিত হয়েছে এর সিক্যুয়াল ‘পোড়ামন টু’। এ ছবিতে বাপ্পারাজও ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া উত্তম আকাশ পরিচালিত এবং শাকিব-বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির পরিচালক জানান, এরইমধ্যে এ ছবির শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবির ডাবিংয়ের কাজ চলছে। শাপলা মিডিয়ার ব্যানারে এ ছবির সব কাজ দ্রুত শেষ হলে পয়লা বৈশাখে দর্শক ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। এ ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানী ও মৌসুমী। ছবিতে দর্শক কমেডি, রোমান্স ও অ্যাকশন সবই পাবেন।

Exit mobile version