পলশায় সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ প্রয়াসের

আজ বিকেলে জেলার সদর উপজেলার পলশা আলিম মাদ্রাসা হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের বিজয়ী ছাত্র-ছাত্রী কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন— পলশা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু বক্কর, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইমরান আলী, ইউনিট-১ গোবরাতলার ম্যানেজার মোহন কুমার, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. খলিল উদ্দিনসহ স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও ক্রেস্ট দেয়া হয়। এছাড়া শ্রেষ্ঠ প্রবীণ ৩ জন, শ্রেষ্ঠ সন্তান ৩ জন, যুব নারী ৩ জন, যুব পুরুষ ৩ জন, মেন্টর ১৪ জনকে সম্মাননা দেয়া হয়।