পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমিতির সদস্যদের মধ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পলশা বাজারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে ৩০০ জনকে কম্বল এবং সমিতির ৩৫ জন সদস্যকে ২৫ লাখ ২০ হাজার টাকা কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া হয়।
সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে রাব্বি রেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল।
সমিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মেসবাহুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সমবায় অফিসের সরেজমিনে তদন্তকারী পলাশ কুমার প্রামিনক, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, সমিতির কোষাধ্যক্ষ শামসুল আলম ও সদস্য আব্দুস সামাদ।