পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত এ খেলায় ২-০ গোলে নবাবগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড় মো. আইয়ুব ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলীনগর স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় মো. রাকিবুল হাসান।
খেলা শেষে উভয়দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ ক্রীড়াসংগঠকগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে।