পর্দা নামছে আজ, শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স

91

পর্দা নামতে চলেছে প্রায় মাসব্যাপী চলা ফুটবল বিশ্বকাপের। কাতারের মাটিতে আজকের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিগত এক মাসের সব জল্পনা-কল্পনা, স্তিমিত হয়ে যাবে উত্তেজনার পারদ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী ৪ বছরের জন্য বিশ্ব শ্রেষ্ঠত্বের শিরোপা নিজেদের করে নিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। কাতার বিশ্বকাপের শুরু থেকে শিরোপা জয়ের জন্য ফেভারিট হিসেবেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা আর ফ্রান্স। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপের শিরোপাটা এখানো অধরা রয়ে গেছে। সে কারণেই বিশ্বকাপের শিরোপা হাতে তোলার শেষ সুযোগটি হাতছাড়া করতে চাইবে না টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা এলএম টেন।