কুয়েট শিক্ষকদের পরীক্ষা বর্জন

50

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা। শনিবার সকালে চতুর্থ বর্ষ এবং দুপুরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল। ডিন নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষকরা জানান। কুয়েটের বিশ্ববিদ্যালয় আইন-২০০৩ ভঙ্গ করে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নিয়োগ করায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি ডিন নিয়োগের অফিস আদেশ সংশোধন না করা পর্যন্ত ডিন সংক্রান্ত সব কাজ থেকে তারা বিরত থাকবেন বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কাজী সাজ্জাদ হোসেনকে উপেক্ষা করে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে ডিন নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে গত ১৭ নভেম্বর বিভাগীয় সাধারণ সভায় সব শিক্ষকরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি উপাচার্যের কাছে রোববারের মধ্যে অবৈধ নিয়োগটি সংশোধনের দাবি করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মো. আবু জাকির মোর্শেদ যুগান্তরকে জানান, ডিন নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে শনিবারের দুটি পরীক্ষা শিক্ষকরা বর্জন করেছেন। আমরা লিখিতভাবে উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। তিনি আমাদের দাবি না মানা পর্যন্ত ডিনের যাবতীয় কার্যক্রমে সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।