পরলোক গমন করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অর্থনৈতিক উদারীকরণের পুরোধাপুরুষ মনমোহন সিংহ পরলোক গমন করেছেন। গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লি এমস হাসপাতালে ভর্তি হন মনমোনহন সিং। সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্ধ্যোপাধ্যায়সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা এবং চলচ্চিত্র ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এমস হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রাত ৯টা ৫১ মিনিটের দিকে মারা যান মনমোহন সিং। এর আগে এমএস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। তবে ঠিক কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।