মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

197

মাহে রমজান ১৪৪০ হিজরীর পবিত্রতা রক্ষার্থে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে একটি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি জেলা প্রশাসন কার্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভায় এসে মিলিত হয়। এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আবুল কালাম এর সভাপতিত্বে, র‌্যালীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম পিপিএম বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা সিভিল সার্জন ডাঃ এসএফএম খাইরুল আতাতুর্ক, পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, বিভিন্ন মসজিদ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-হাফেজ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক পবিত্র মাহে রমজান এর মাহাত্ম বজায় রাখার অনুরোধ জানিয়ে বলেন, আমরা বিভিন্ন উৎসবে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি, কিন্তু এই মাহে রমজানের আগমন উপলক্ষ্যে সেভাবে কোন আয়োজন আমরা করিনা। যার দরুন আজকের এই আলোচনা আর র‌্যালির আয়োজন করা হয়েছে। যাতে সবাই এর মাহাত্মটা সম্পর্কে অবহিত হতে পারে। তাই আমরা যথাযথ মর্যাদায় এইবারের এই মাহে রমজান পালন করবো। কারণ রোজা ঢাল স্বরুপ, আর এই ঢাল আমাদেরকে সর্বদা রক্ষা করবে। এটা আমাদের মাথায় কাজ করতে হবে। এটি আমাদের বাঁচাবে জাহান্নামের আগুন থেকে। আমরা সারা বছর জেনে, না জেনে অনেক অন্যায় করে থাকি, বেআইনি কাজ করে থাকি, অনৈতিক কাজ করে থাকি। আর আমরা এইসব বিষয়ে বেশীর ভাগ সময়ই সচেতন হইনা। তাই আসুন, আমরা সারা বছর যা করেছি সেটা মাথায় রেখে, এই মাহে রমজানের মাসে অন্যায় থেকে, মন্দ কাজ থেকে, বিধি বহির্ভূত কাজ থেকে বিরত থাকবো। আমরা যারা অফিসের কাজ করি হয়তোবা মানব সেবায় অনেক কার্পণ্য করি, অনেক অন্যায়-আবদার করি। অবস্থান যাই হোক এই মাসে আমরা অবশ্যই নিজেকে সংযত রাখবো। তাছাড়া, লাভ তো অবশ্যই করবো ব্যবসায়ীরা, কিন্তু সেটা যুক্তি সংগত সীমার মধ্যে থেকে। আমরা সবাই মিলে যেহেতু দেশের কাজ করছি। কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ শ্রমিক, কেউ কৃষক আমরা একটু পরিশুদ্ধ হবার চেষ্টা করবো, সংযমী হবার চেষ্টা করবো। আমরা মানুষের সেবায়, ইসলামের সেবায়, দেশের সেবায় আমাদের নিজেদের দায়িত্ববোধটাকে আরও জাগ্রত করবো। সভাপতির সমাপনি বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আবুল কালাম বলেন, সকল মুসল্লী এবং অন্যান্য যারা আছেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা নিজেদের দায়িত্ব শুধু এই রোজার মাসেই নয়, সব সময়ই সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আপনারা কখনো কোন পণ্য কাউকে ওজনে কম দিবেন না। ভেজাল মিশ্রিত করবেন না, সমাজ বিরোধী কাজগুলো করবেন না। আমরা প্রত্যেকেই রোজা রাখবো, অথচ যদি অন্যায় কাজ করি তাহলে সেটা ঠিক না, এটা ইসলাম বহির্ভূত কাজ। এই পবিত্র মাহে রমজানের মাসে প্রত্যেক নামাযের ওয়াক্তে বা তারাবিহ্ এর আগে, কিংবা তারাবিহ্ নামাযের শেষে এবং সবাই জুম্মা’র দিনে দেশের উন্নয়নের কথা অবশ্যই আলোচনা করবেন। আর অন্যকেও সেসব প্রচার করার জন্য অনুরোধ করবেন, এ্টা আমার পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ। তাছাড়া আপনাদের জন্য একটি খুশির খবর হচ্ছে এই যে, গোটা বাংলাদেশে ৫৬০ টি মডেল মসজিদ স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৬টি মডেল মসজিদ ¯া’পনের কাজ দ্রæত শুরু হতে যাচ্ছে, জায়গাও নির্ধারণ করা হয়ে গেছে। আমরা অতি শীঘ্রই এই জেলায় মসজিদ স্থাপনের কাজ শুরু করতে পারবো বলে আশা প্রকাশ করছি।