পন্টিংয়ের বিশ্বরেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোহিত

91

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজিরের সামনে রোহিত শর্মা। ক্রিকেটার বা ব্যাটার হিসেবে নয়, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নজির গড়তে পারেন রোহিত। স্পর্শ করবেন রিকি পন্টিংয়ের ১৯ বছরের বিশ্বরেকর্ড। সে জন্য অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে হবে ভারতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে গতকালই বিরাট কোহলিকে ছুঁয়েছেন অধিনায়ক রোহিত। কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর নজির গড়েছেন। কোহলি ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ২-১ ব্যবধানে ২০ ওভারের সিরিজ জিতেছিলেন। পাশাপাশি ভারতও এশিয়ার প্রথম দেশ হিসেবে ইংল্যান্ডের মাটিতে চারটি ২০ ওভারের ক্রিকেট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল।