পদ্মা-মহানন্দায় ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, এক জেলের জরিমানা

278

২২ দিনব্যাপি ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে সদর উপজেলায় পদ্মা-মহানন্দায় মোবাইল কোর্ট নিয়ে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও এক জেলেকে জরিমানা করা হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার দপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদ রানা জানান, চরঅনুপনগর ইউনিয়নে পদ্মাা-মহানন্দার সংযোগস্থল থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌর নামোনিমগাছি এলাকায় মহানন্দা নদী পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ১ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার মিটার দৈর্ঘ্যর ২০টি কারেন্ট জাল জব্দ হয়। কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে এক জেলেকে ৫শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে দুপুরে চরঅনুপনগরে নদীর ধারে জব্দ কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে অংশ নেন জেলা মৎস কর্মকর্তা ড.আমিমুল এহসান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যান্যরা।