পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করলেন বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

339

সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা বিওপির নিকটবর্তী পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম এবং ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড‘র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ পদ্মা নদীর ভাঙনের বাস্তবচিত্র দেখতে সরেজমিনে আসেন। এ-সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার-পিএসসি। পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন চরবাগডাঙ্গা বিওপি থেকে বর্তমানে মাত্র ৮০ গজ দূরে পদ্মা নদী অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী ব্যবস্থা হিসেবে বালুর বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।