পদ্মা ও মহানন্দা নদীতেও আজ রাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

216

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা নদীতেও আজ রাত ইলিশ ধরা নিষিদ্ধ হচ্ছে। আজ রাত থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান জানান, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পদ্মা ও মহানন্দা নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবো। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পদ্মা কিংবা মহানন্দায় ইলিশ আহরণ করে তাহলে তার বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, এই ২২দিন অলস সময়ে জেলেদের জন্য এবারই প্রথম ২০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা কয়েকদিনের মধ্যেই ১ হাজার জেলের মাঝে বিতরণ করা হবে। এর মধ্যে জেলা সদরে ৫৫০ ও শিবগঞ্জে ৪৫০ টন দেয়া হবে।