পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে ৪ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস,২ জেলের অর্থদন্ড

183

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে মৎস্য দপ্তরের ইলিশ রক্ষা অভিযান অব্যহত রয়েছে। আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুলতানগঞ্জ ঘাটের উজানে হাকিমপুর পর্যন্ত পদ্মা নদীতে মোবাইল কোর্ট নিয়ে অভিযান চালায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদ রানা জানান, অভিযানে ৬০ হাজার টাকা মূল্যের চার হাজার মিটার (৮টি) কারেন্ট জাল জব্দ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং চিং নু মারমা’র নির্দেশে নদীর ঘাটে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া দুই জেলেকে ৫ হাজার ও ৩ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে মোবাইল কোর্ট। এসময় ৩ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় দেয়া হয়। অভিযানে জেলা মৎস কর্মকর্তা ড.আমিমুল এহসান সহ মৎস্য বিভাগের কর্মীরা অংশ নেন।