পদ্মার ভাঙন কবলিত এলাকায় কম্বল বিতরণ

সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী, মহারাজ নগর গ্রামে পদ্মা নদী ভাঙন কবলিত এলাকায় দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘আলিগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়শন অব বাংলাদেশ’র পক্ষ থেকে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলন— আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শফিউল আজম, রফিকুল ইসলাম বাবু ও জুলফিকার আলম সুমনসহ অন্যরা।