পদ্মার পানি বিপৎসীমার উপরে

547

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে উভয়পাশে নদী পারাপারের জন্য সহস্রাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে। রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, দুপুর ১২টায় পদ্মা নদীর পানি দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে রাতে আরো বাড়তে পারে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। এতে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যাত্রীবাহী বাস আগে পারাপারের সুযোগ দেওয়া হচ্ছে।