পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলে নি ৩ দিনেও

 

শিবগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়ার মধ্যে পদ্মানদীতে নৌকাডুবিতে আয়েশা খাতুন সাথী নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। ওই কিশোরী পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের বকুলের মেয়ে এবং বাবুপুর মধ্যপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। গত বুধবার ৯জুলাই বিকাল ৪টার দিকে নানাবাড়ীতে বেড়াতে যাবার পথে নৌকাডুবিতে নিখোঁজ হবার পর আজ সন্ধ্যা পর্যন্ত ৩ দিনেও নিখোঁজ কিশোরীর কোন সন্ধ্যান মেলেনি বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ। পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গত বুধবার বিকালে বোগলাউড়ি জাইতপাড়া এলাকা থেকে ১-/১২ জন যাত্রী এবং কিছু মালপত্র নিয়ে ছোট নৌকাটি পাঁকা লক্ষীপুর শিয়ালপাড়া এলাকায় যাত্রা শুরু করে। ঘাট ছাড়ার পরপরই নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় অন্য যাত্রীরা রক্ষা পেলেও নিখোঁজ হয় আয়েশা। তার সন্ধানে নদীতে নৌকা নিয়ে এবং নদীতীরে খোঁজ অব্যাহত রয়েছে বলেও জানান চেয়ারম্যান। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল রেজা বলেন, নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর এখনও সন্ধান পাওয়া যায় নি।