পদ্মায় অভিযানে জব্দ ৮১ কেজি ইলিশ ও নিষিদ্ধ জাল
চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পদ্মা নদীতে মোবাইল কোর্ট নিয়ে মৎস দপ্তরের অভিযানে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮১ কেজি ইলিশ জব্দ হয়েছে। এ ছাড়া জেলার গোমস্তাপুর উপজেলায় পূণর্ভবা নদীতে অভিযানে জব্দ হয়েছে নিষিদ্ধ ১৫টি চায়না দুয়ারী বা রিং জাল ও ১টি সুতি জাল। জব্দ এসব জালের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। জব্দ মাছ বিভিন্ন মাদ্রাসা, আশ্রঅয়ণ প্রকল্প ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ জাল নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আজ দিনব্যাপী ও গতকাল গভীর রাতে এসব অভিযান চালানো হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এলিজা খাতুন ও শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকি বলেন, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম,রাজশাহী বিভাগীয় মৎস কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা মৎস কর্মকর্তারা পদ্মা নদীতে নৌকা নিয়ে অভিযান চালান। অভিযানে সহয়তা করেন প্রশাসনের কর্মকর্তারা, এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনুজ চন্দ্র সহ বিজিবি,পুলিশ সহ সংশ্লিস্টরা। অভিযানে জব্দ হয় ৩ হাজার মিটার জাল ও ৮ কেজি ইলিশ। এর আগে বুধবার সকালে শিবগঞ্জের বিভিন্ন ঘাটে ও বাজারে জব্দ হয় ৭০ কেজি ইলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলায় পদ্মায় জব্দ হয় ২০ হাজার টাকার ৩টি ১হাজার মিটারর কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ।
গোমস্তাপুর উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূণর্ভবা নদীর কাজীগ্রাম এলাকায় অভিযানে পৌনে ২ লক্ষ টাকার ১৫টি রিং ও ১টি চায়না দুয়ারী জাল জব্দ হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।