পদত্যাগ করলেন বার্সার ৬ পরিচালক

56

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে থমকে গেছে সব ধরনের খেলাধুলা। এ ভাইরাসের কারণে যখন লা লিগাসহ সব ধরনের ফুটবল স্থগিত এমন সময় একযোগে পদত্যাগ করলেন কাতালান ক্লাব বার্সেলোনার ৬ বোর্ড পরিচালক। পদত্যাগ করা পরিচালকরা হলেন- ভাইস প্রেসিডেন্ট এমিলি রোউসান্দ এবং এনরিক তোম্বাস, পরিচালক সিলভিও এলিয়াস, মারিয়া তেক্সিদোর, হোসে পন্ত এবং জর্দি ক্লাসামিগ্লিয়া। জানাগেছে, ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউয়ের কাছে চিঠির মাধ্যমে নিজেদের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন ওই ৬ পরিচালক। পরে ওই ৬ জনের সম্মিলিত এক চিঠিতে বলা হয়েছে, ক্লাব প্রেসিডেন্ট বার্তেমেউকে জানাতে চাই যে আমরা নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। বর্তমানে উদ্ভূত সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় ক্লাবের অবস্থান এবং পরিকল্পনার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।