পঞ্চম দফায় ভারতে ৫১ আসনে ভোটগ্রহণ চলছে

164

 ভারতের লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এবার ৭টি রাজ্যের ৫১টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি আসন রয়েছে। আজকের ভোটে ভাগ্য পরীক্ষার মুখোমুখি হচ্ছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধী এবং বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ, কেন্দ্রীয় আরেক মন্ত্রী স্মৃতি ইরানির মতো প্রার্থীরা। ফলে আজ ভারতবাসীর বিশেষ নজর থাকবে উত্তর প্রদেশের কয়েকটি আসনের দিকে। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের নির্বাচন গত ১১ এপ্রিল শুরু হয়। চার ধাপে এ পর্যন্ত ৩৭৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ ৫১টি আসনে ভোট সম্পন্ন হলে বাকি থাকবে আরও ১১৮টি আসন। বাকি আসনগুলোতে ভোট হবে আগামী ১২ ও ১৯ মে ষষ্ঠ ও সপ্তম দফায়। বিশ্বের বৃহত্তম এই গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে মোট ৭ দফায় ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা আগামী ২৩ মে।